Feb 27, 2020

Dr. Md. Sharif Hossain Khan

মেডিকেল এ্যাসিসট্যান্টগণ বাংলাদেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দুটো অংশ শিক্ষা এবং জনবল । আমাদের দেশে সকল পর্যায়ে তাদের উপস্থিতি ও সেবা অপরিহার্য এবংমূল্যবান । সাধারণ জনগোষ্ঠির চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে মেডিকেল এ্যাসিসট্যান্ট এবং সকল প্রযুক্তিগত রোগ নির্ণয় ও সেবা প্রদান কৌশলে মেডিকেল এ্যাসিসট্যান্টদের ভূমিকা সর্বজন বিদিত । তাই এক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদাও অত্যন্ত বেশি । কিন্তু সে তুলনায় এদের সংখ্যা খুবই অপ্রতুল।

সেই উদ্দেশ্যে এই প্রয়োজনীয় স্বাস্থ্য জনবল তৈরির ব্রত নিয়ে পরিচালিত হচ্ছে ট্রমা ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, ট্রমা মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল, শ্যামলী মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, ট্রমা উইমেন্স মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল, ট্রমা নার্সিং কলেজ এবং শ্যামলী নার্সিং কলেজ। প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য যোগ্য এবং মানবতাবাদী একদল স্বাস্থ্যকর্মী বাহিনী গড়ে তোলা যারা মানুষের এবং দেশের জন্য কাজ করবে এবং সেই সাথে নিজেরা স্বাবলম্বী হবে ।

……………………………………………..
📞 01678-800002

Other Post

Notice