Notice
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি। ডিসেম্বর/২০২১ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে। প্রি-টেস্ট, রি-টেস্ট, মডেল টেস্ট মার্চ/২০২৫ইং পরীক্ষার রুটিন প্রি-টেস্ট, রি-টেস্ট, মডেল টেস্ট পরীক্ষার সংশোধিত নোটিশ প্রি-টেস্ট, রি-টেস্ট, মডেল টেস্ট পরীক্ষার নোটিশ পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ছুটির বিজ্ঞপ্তি। মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ২০২১ সালে প্রণীত কারিকুলাম সংশোধনী প্রসঙ্গে। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি। ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে আইএইচটি ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ। ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ম্যাটস ১ম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফল প্রকাশ। জুন- ২০২১ইং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের মূল সনদ প্রেরণ প্রসঙ্গে। IHT-MATS Admission Test Result 2024-2025 ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্স (ম্যাটস) ডিসেম্বর-২০২৩ইং পরীক্ষার ফরম ও ফি প্রেরণের তারিখ সংক্রান্ত নোটিশ। সাময়িক বন্ধের নোটিশ ২০২৩-২৪ ইং শিক্ষাবর্ষের রেজিষ্ট্রেশন সংক্রান্ত নোটিশ ঈদ উল ফিতর ২০২৪ উপলক্ষ্যে ছুটির নোটিশ ১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নোটিশ

Apr 25, 2024

Rules & Regulations

বিধি ও প্রবিধান

কলেজে সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ

  • ক্লাস শুরুর নির্ধারিত সময়ের ৫ মিনিট পূর্বে ছাত্র-ছাত্রীকে  নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে কলেজে আসতে হবে।
  • অবশ্যই ছাত্র/ছাত্রীকে কলাসে ৭৫% উপস্থিত থাকতে হবে। অন্যথায় চূড়ান্তু পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না।
  • প্রতিমাসের সমুদয় বকেয়া প্রতিমাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ১০ তারিখের পরে বিলম্ব ফি সহ সমূদয় টাকা পরিশোধ করতে হবে।
  • ক্লাসে অনুপুস্থিত থাকলে অভিভাবকের মোবাইল নাম্বারে এসএমএস মাধ্যমে জানানো হবে।
  • চুল পরিপাটি করে আচঁড়িয়ে আসতে হবে। ছেলেদের চুল ছোট করে কাটতে হবে এবং মেয়ের দুই বেনী/ঝুঁটি করে আসতে হবে এবং নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
  • ছেঁড়া কাগজ, ফলের খোসা, উচ্ছিষ্ট ইত্যাদি শ্রেণী কক্ষের (জানালা দিয়ে), করিডোরে কিংবা কলেজ আঙ্গীনায় না ফেলে নির্দিষ্ট যায়গায় অথবা ডাস্টবিনে ফেলতে হবে।
  • ছাত্র/ছাত্রীদের ছুটির প্রয়োজন হলে শ্রেণীশিক্ষকের মাধ্যমে অনুপস্থিতির জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
  • ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র/ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পযর্ন্ত কলেজ থেকে ছুটি নিতে হবে।
  • উপযুক্ত কারণ ব্যতীত কলেজে অনুপুস্থিত থাকা বাঞ্জনীয় নয়। অনুপস্থিত কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণীশিক্ষক এর কাছে জমা না দিলে পরবর্তীতে ক্লাস করার অনুমোতি দেয়া হবে না।
  • কলেজ নির্ধারীত পোষক ছাড়া কোন ছাত্র/ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষকে আসা সম্ভব না হলে ছাত্র/ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।
  • ছাত্র/ছাত্রীদের নিকট কলেজের ঠিকানায় চিঠি/পার্সেল না আসাই নিয়ম। যদি কোন চিঠি/পার্সেল আসে কর্তৃপক্ষ খুলে দেখতে পারবে এবং প্রয়োজনে অভিভাবককে জানানো হয়।
  • প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কলেজের লোগোযুক্ত নির্ধারিত কলেজ ডায়েরি প্রতিদিন কলেজে নিয়ে আসতে হবে এবং প্রতিদিনের পড়া ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে।
  • কলেজে প্রবেশ করার পূর্বেই মোবাইল ফোন বন্ধ/সাইলেন্ট করে হবে। ক্লাসে মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল ফোন অফিসে জমা রাখা হবে।
  • ছাত্র/ছাত্রী কোনো অবস্থায় হেডফোন ব্যবহার করে কলেজে প্রবেশ করতে পারবে না।
  • কলেজের দ্রব্যাদি প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষের অনুমোতি সাপেক্ষে নিতে হবে এবং নিদিষ্ট সময়ের মধ্যে কলেজে বুঝিয়ে দিতে হবে।
  • কলেজের নিয়ম বহিরভূত কাজ করলে অধ্যক্ষ স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

Notice